• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার জামিনের বিষয়ে আদেশ আজ


আদালত প্রতিবেদক মার্চ ১১, ২০১৮, ০৯:৫৩ এএম
খালেদার জামিনের বিষয়ে আদেশ আজ

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে কিনা, এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। 

এ কারণে হাইকোর্টে মামলাটি রোববারের (১১ মার্চ) কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে রাখা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেবেন।

এর আগে ৮ মার্চ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। ওই দিন হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন আদালতকে বলেন, ‘১৫ দিনের মধ্যে নথি আসার কথা। ওই সময়সীমা শেষ হয়েছে।’ আদালত বলেন, ‘আমরা তো ২২ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিলাম ১৫ দিনের মধ্যে নথি পাঠাতে। নথি এসেছে কি?’ জবাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘নথি এসেছে কিনা জানি না। এখন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য রাখা হোক।’ এরপর আদালত বলেন, ‘১১ মার্চ বিষয়টি আদেশের জন্য কার্যতালিকায় আসবে।’

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!