• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাশোগির শেষ কথা ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১০, ২০১৮, ০৯:৩৩ পিএম
খাশোগির শেষ কথা ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’

ঢাকা : মৃত্যুর আগে জামাল খাশোগির শেষ কথা ছিল, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ সৌদি এ সাংবাদিকের জীবনের শেষ মুহূর্তের অডিও টেপের অনুলিপি পড়া এক সূত্রের বরাত দিয়ে রোববার সিএনএন একথা জানায়।

সূত্রটি জানায়, অনুলিপিটি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, হত্যাটি পূর্বপরিকল্পিত এবং এই হত্যার কাজ কিভাবে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে কয়েকবার ফোনের মাধ্যমে ব্রিফ করা হয়।

সিএনএন জানায়, তুর্কি কর্মকর্তাদের ধারণা রিয়াদের শীর্ষ কর্মকর্তারা ওই ফোনকলগুলো করেছিলেন। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগিকে ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে হত্যা করা হয়। অনুলিপিতে হত্যাকারীদের সাথে খাশোগির ধস্তাধস্তির বর্ণনা রয়েছে।

তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো আসল অনুলিপিটি তৈরি করেছে।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রোববার এই হত্যাকাণ্ডে জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দাবি প্রত্যাখ্যান করেছেন। এরদোয়ান এই হত্যাকাণ্ডে জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সৌদি আরবের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন।

তুরস্কের মতে, ইস্তাম্বুলে পাঠানো ১৫ সদস্য বিশিষ্ট সৌদি দল খাশোগিকে হত্যা করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!