• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ৩২টি গ্রেনেড উদ্ধার


খুলনা ব্যুরো ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ১০:৩২ পিএম
খুলনায় ৩২টি গ্রেনেড উদ্ধার

খুলনা: জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের কামাল সরদারের মৎস্য ঘেরে শ্রমিকরা মাটি কাটার সময় শ্রমিকরা পরিত্যক্ত অবস্থায় কাঠের বাস্ক ভর্তি ৩২ টি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাটি কাটার সময় শ্রমিকরা কাঠের বাস্ক ভর্তি ৩২ টি হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে এলাকা ঘিরে রেখেছে। এলাকাবাসীর ধারনা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে সম্ভবত এগুলো এখানে ছিল। সে সময় থেকে এখানে পরিত্যক্ত অবস্থায় মাটির নীচে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকালে কালাম সরদারের ঘেরে শ্রমিকরা মাটি কেটে ঘেরে বাঁধ দিচ্ছিল। এ সময় শ্রমিকরা মাটির এক ফুট নিচে ৩২ টি গ্রেনেড দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে এগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেনেডগুলি ঘটনাস্থলে ছিল।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!