• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাঘর ঢাকা উত্তর কমিটির সভাপতি আরিফ ও সাধারণ সম্পাদক ফয়সাল


নিজস্ব সংবাদদাতা সেপ্টেম্বর ১১, ২০১৯, ০১:১২ এএম
খেলাঘর ঢাকা উত্তর কমিটির সভাপতি আরিফ ও সাধারণ সম্পাদক ফয়সাল

ঢাকা : জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘরের ঢাকা মহানগর উত্তর কার্যকরি কমিটির সভাপতি হিসেবে অ্যাড. মোহাম্মদ আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে তাহাজুল ইসলাম ফয়সাল’কে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলনের মধ্যদিয়ে ২৭ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দেবদাস কর্মকার, শাহনাজ বেগম, শহিদুল ইসলাম খান, বুলবুল আহমেদ জয়, এম আর ক্যানন, মোস্তফা কামাল, সম্পাদক হিসেবে লোকমান হোসেন দীপু, হুমায়ুন কবীর, জাকির হোসেন, রঞ্জন মাহমুদ বেলাল, আরিফুল ইসলাম, সদস্য হিসেবে আবুল হোসেন, মল্লিকা ব্যানার্জী, লিটন হাসান, আক্কাস আলী, ফাতেমা বেগম, ইয়াসিন আরাফাত, জহিরুল ইসলাম স্বপন, কামরুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব আল মাহমুদ, পিয়াল আকতার মিতু, মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।

সমম্মেল উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর উপদেষ্টা ড. সেলু বাসিত, প্রেসিডিয়াম সদস্য মোখলেসুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রুনু আলী, শিশু প্রতিনিধি রোজা হাসান ও কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সাংগঠনিক অধিবেশন পরিচালনা করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক তৌহিদ রিপন। এসময় খেলাঘর কেন্দ্রীয়, মহানগর ও আসরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন উপলক্ষে বর্ণঢ্য উদ্বোধনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাঘর জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ২০১৯ এর অংশ হিসেবে ঢাকা উত্তর জেলার পাঁচ শাতাধীক শিশু-কিশোর প্রতিযোগিতায় ৪টি বিভাগে মোট ২১জনকে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির শপথবাক্য পাঠের মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। অ্যাড. মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোখলেসুর রহমান সাগর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!