• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গণতন্ত্র মানেই সবার অধিকার সমান নয় : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০১৬, ০৫:৩৫ পিএম
গণতন্ত্র মানেই সবার অধিকার সমান নয় : তথ্যমন্ত্রী

সোনালীনিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্র মানেই সবার সমান অধিকার নয়। তাহলে গণতন্ত্রে কারাগার থাকত না, আইন-কানুন, বিচারালয় থাকত না। গণতন্ত্রের নামে অপরাধী আর অপরাধীর দ্বারা ক্ষতিগ্রস্তকে এক পাল্লায় মাপা যায় না।’
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা-২০১৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবস হিসেবে এই বক্তৃতার আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র নিয়ে সব পর্যায়ে প্রায় প্রতি মুহূর্তেই আলোচনা, তর্ক, গবেষণা, বিচার-বিশ্লেষণ চলছে। কারণ বাঙালির ভাষার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম মূলত গণতান্ত্রিক সংগ্রাম। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাও গণতন্ত্রের জন্য সংগ্রামেরই পরিণতি।’

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!