• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণপিটুনিতে নারী নিহত, ৮শ’ জনের বিরুদ্ধে মামলা


সাভার প্রতিনিধি জুলাই ২১, ২০১৯, ০৫:০৪ পিএম
গণপিটুনিতে নারী নিহত, ৮শ’ জনের বিরুদ্ধে মামলা

সাভার: সাভারের হেমায়েতপুরে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক নারী (৩৫) নিহত হওয়ার ঘটনায় ৭ থেকে ৮শ’ জনকে অজ্ঞাতনামা  আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) রাতে সাভার মডেল থানা পুুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় বলা হয়, শনিবার (২০ জুলাই) দুপুরে সাভারের হেমায়েতপুরে অতর্কিতভাবে অজ্ঞাতনামা এক নারীকে উৎসুক জনতাসহ অনেকে গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এঘটনায় প্রতক্ষ ও পরোক্ষভাবে ৭ থেকে ৮শ’ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদি ও সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, গণপিটুনিতে অজ্ঞাতনামা নারী নিহত হওয়ার ঘটনায় ৭ থেকে ৮শ’ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!