• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গরুর চোখে কাঁচামরিচ, তীব্র প্রতিবাদ ক্রিকেটার সাব্বিরের


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২১, ২০১৯, ০৬:০৮ পিএম
গরুর চোখে কাঁচামরিচ, তীব্র প্রতিবাদ ক্রিকেটার সাব্বিরের

ছবি: সংগৃহীত

ঢাকা: মানুষ সৃষ্টির সেরা জীব। একথা ধর্ম-বর্ণ-জাতি-গোত্র নির্বিশেষে সবাই মেনে থাকে। প্রশ্ন হল-কেন সেরা? মানুষের কী এমন আছে যা অন্য কোন জীবের নেই? আমরা প্রায়ই মানুষের কুৎসিত আচরণ দেখে বলে থাকি-মানুষ নামের পশু একটা!! মানব চরিত্রের কদাকার রূপটিকে বোঝানোর জন্যে আমরা প্রায়ই পশুত্ব শব্দটি ব্যবহার করি। কিন্তু আসলে কি তা ই?  

নিজের বিবেকবুদ্ধিকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে জীবন পরিচালনা করার ক্ষমতাপ্রাপ্ত হওয়াই মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ। মানুষের রয়েছে নিজের ইচ্ছেমত চলার ক্ষমতা। এই ক্ষমতার কারণে মানুষ অপরাধ করে, পাশবিকতার চরম সীমায় পৌঁছতে পারে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি কয়েকটি ছবি ভাইরাল হয়ে গেছে, যেগুলোতে দেখা যাচ্ছে গরুর চোখে কাঁচামরিচ ঢুকিয়ে দিয়েছে ব্যবসায়ীরা! গরু যাতে ঘুমিয়ে পড়তে না পারে সেজন্য এই বহুদিন ধরেই এমন নৃশংস পন্থা অবলম্বন করা হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষ রুপি পশুদের এমন পৈশাচিকতা দেখে প্রতিবাদে সরব হয়েছেন জাতীয় দলে অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাব্বির লিখেছেন, 'কী ভয়াবহ! মানুষ কীভাবে গবাদি পশুদের এরকম পৈশাচিক অত্যাচার করতে পারে!? বাংলাদেশে যেভাবে গরু পরিবহন করা হয় তা রীতিমত ফৌজদারী অপরাধের পর্যায়ে পড়ে। এই ছবিগুলো দেখাচ্ছে সেই অপরাধ কতটা ভয়বহ! গরুগুলো যেন ট্রাকে শুয়ে না পড়ে সে জন্য তাদেরকে জাগিয়ে রাখতে চোখের ভেতর মরিচ ভেঙে গুজে দেয়া হয়েছে! কারণ শুয়ে পড়লে দুটি গরুর জায়গা দখল হবে।'

তিনি আরও লিখেন, 'ভারতের বর্ডার থেকে দেড়- দুই দিন এভাবে গরুগুলো ট্রাকে দাঁড়িয়ে থাকে। এই ধরনের নিকৃষ্টতম ক্রুরতা এবং বীভৎসতা কেবলমাত্র মানুষের পক্ষেই দেখানো সম্ভব। এইসব ইতরদের শাস্তির জন্য কী আইন আছে জানি না। তবে তারা যে চরম শাস্তিযোগ্য অপরাধ করেছে তাতে কোনো সন্দেহ নেই। এটা যে শাস্তিযোগ্য অপরাধ সেটাই জনগণের অনেকে বোঝে না।'

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!