• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গলাকাটা গুজবে খেলোয়াড়কে গণপিটুনি


ক্রীড়া ডেস্ক জুলাই ২৩, ২০১৯, ০১:৪২ পিএম
গলাকাটা গুজবে খেলোয়াড়কে গণপিটুনি

ঢাকা: সারাদেশে গণপিটুনি এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এবার গণপিটুনির শিকার হয়েছেন দেবাংশু রানা নামের জাতীয় পর্যায়ের একজন শ্যুটার। ভারতের উত্তর প্রদেশের ভগপাত এলাকায় দিনেদুপুরে এ ঘটনা ঘটে।

বাংলাদেশের পর পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ছেলেধরা ও ডাইনি সন্দেহে গণপিটুনি দেয়ার খবর এসেছে।

গত ২১ জুলাই (রোববার)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মারধরের ভিডিও ছড়িয়ে দেয়া হলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ ভিডিওর সূত্র ধরেই তিনজনকে আটক করেছে পুলিশ। অন্য একজনকে এখনও খুঁজে বেড়াচ্ছে তারা।

ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে হুট করেই দেবাংশুর ওপর হামলে পড়ে ৪ যুবক। কাছেই দাঁড়িয়ে এটি দেখছিল আরও দুইজন। চার যুবকের এক সঙ্গী আবার পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছিল। পরে সে-ই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমে দেবাংশু বলেন, ‘আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছিলাম। হঠাৎ করেই ওরা কয়েকজন আমাকে থামায় এবং মারধর শুরু করে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওরা বলছিল যে আমি নাকি ওদের কোন বন্ধুকে হুমকি দিয়েছি। তারা আমাকে মারছিল এবং রেকর্ড করছিল। পরে সেই ভিডিও ভাইরাল করে দেয়া হয়।’

এদিকে, দেবাংশুর বাবা দাশেন্দ্র রানা এ ঘটনার কথা জানতেন না। তিনিও ভিডিও ভাইরাল হওয়ার পরেই এ ব্যাপারে জানতে পারেন। সংবাদ মাধ্যমে দেবাংশুর বাবা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরেই আমি এ ব্যাপারে জানতে পেরেছি।’

বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘এ ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। চতুর্থ অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তার হদিশ পেতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!