• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়ির চাকার ভেতর এক লাখ ইয়াবা!


কক্সবাজার প্রতিনিধি আগস্ট ১৭, ২০১৮, ০৯:২১ পিএম
গাড়ির চাকার ভেতর এক লাখ ইয়াবা!

কক্সবাজার: যাত্রীবাহী মাইক্রোবাস তল্লাশি করে স্পেয়ার চাকার ভেতর বিশেষ কায়দায় রাখা এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মাইক্রেবাস চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক মাইক্রেবাস চালক ও মালিক মো. বেলাল উদ্দিন (২৫) উখিয়ার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।

রামু তুলাতলী হাইওয়ে থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী মাইক্রোবাসে করে ইয়াবার চালান পাচার হচ্ছে খবর পেয়ে কক্সবাজার-টেকনাফ সড়কের ফাঁড়ি এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। বিকেল ৪টার দিকে টেকনাফ হতে আসা মাইক্রো (চট্টমেট্টো-ছ-১১ ১৪৫৮) দাঁড় করানো হয়। তল্লাশি করে স্পেয়ার চাকার ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার বেশ কয়েকটি পুটলা পাওয়া যায়।

পরে গুণে সেখানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় গাড়িটির চালক ও মালিক মো. বেলালকে আটক করা হয়। জব্দকরা হয় মাইক্রোবাসটিও। মাদক আইনে মামলা করে আটক যুবক ও জব্দকরা ইয়াবা এবং মাইক্রোসহ রামু থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!