• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গায়ের জোর নয় বল পেটাতে লাগে টেকনিক বললেন শানাকা


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:২৯ এএম
গায়ের জোর নয় বল পেটাতে লাগে টেকনিক বললেন শানাকা

ঢাকা: একাই নয়টি ছক্কা হাঁকিয়েছেন। যার আবার চারটি টানা মেরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তার মধ্যে একটা উড়ে গেল গ্যালারির বাইরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইতিহাসে সেটাই সম্ভবত সবচেয়ে বড় ছক্কা। এত বড় ছক্কা মারা কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা ম্যাচ শেষে জানিয়ে গেলেন, গায়ের জোরই সব নয়, বল পেটাতে থাকতে হয় টেকনিক।

বুধবার বিপিএলের দ্বিতীয় ম্যাচ পুরোটাই রাঙিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের শ্রীলঙ্কান অধিনায়ক। তার ৩১ বলে ৭৫ রানের ঝড়ে কুমিল্লা করে ১৭৩ রান। যা তাড়া করতে গিয়ে ৬৮ রানের বেশি করতে পারেনি রংপুর রেঞ্জার্স। এমন বিস্ফোরক ইনিংস খেলে অনুমিতভাবে কুমিল্লার এই অধিনায়কই হয়েছেন ম্যাচ সেরা। এত এত ছক্কা মারেন কি মানের প্রস্তুতিতে? শানাকা জানালেন তার পাওয়ার হিটিং আসলে কঠোর নিষ্ঠার ফল, ‘পাওয়ার আসে ট্রেনিং থেকে। আমি কঠোর পরিশ্রম করি। এটা সেই পরিশ্রমেরই ফল।’

তবে আলাদাভাবে ছক্কা মারার কোন ট্রেনিং করেন না তিনি, ‘না সেভাবে ছক্কার ট্রেনিং করি না। টেকনিক নিয়েই বেশি কাজ করি। ক্যারিয়ারের শুরুতে আমার টেকনিক অতো ভালো ছিল না। আমাকে এটা রপ্ত করতে হয়েছে, খেলার ধরণের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।’ এত সব বিশাল ছক্কা নাকি গায়ের জোরে নয়, টেকনিকের মাধ্যমেই করেছেন। শানাকা বলছেন,  ‘গায়ের জোরই সব নয়। টেকনিকও বড় নিয়ামক। আমি তো হালকা-পাতলা গড়নের। (হাসি) ছক্কার ক্ষেত্রে স্কিল আর টেকনিক আসলে বড় ভূমিকা রাখে।’

এরআগেও বেশ কয়েকবার মোস্তাফিজকে খেলেছেন শানাকা। তাই তিনি মোস্তাফিজকে খুব ভালো করেই পড়তে পেরেছিলেন, ‘ওকে কয়েকবার খেলেছি। জানতাম ও কোথায় বল করে। অপেক্ষা করছিলাম ওর আলগা বলের জন্য।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!