• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগল দেবে ৮ হাজার ভারতীয় সাংবাদিককে প্রশিক্ষণ


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুন ২০, ২০১৮, ০৪:০৬ পিএম
গুগল দেবে ৮ হাজার ভারতীয় সাংবাদিককে প্রশিক্ষণ

ঢাকা : মিথ্যা সংবাদ থেকে সাংবাদিকদের দূরে রাখতে আট হাজার ভারতীয় সাংবাদিককে প্রশিক্ষণ দেবে সার্চ জায়ান্ট গুগল। প্রযুক্তিবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটনাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গুগল দেশটির আট হাজার সাংবাদিককে ইংরেজি ভাষাসহ দেশটির আরও ছয়টি ভাষায় প্রশিক্ষণ দেবে। আর এই প্রকল্প আগামী এক বছরব্যাপী চলবে।

প্রাথমিক অবস্থায় গুগলের একটি দল ভারতের শহরগুলোতে ছড়িয়ে থাকা ২০০ সাংবাদিককে নির্বাচিত করবে। তাদের প্রথমে পাঁঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সময়ে তারা অন্যান্য সাংবাদিককে নিয়ে কয়েক দিনব্যাপী কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রশিক্ষণে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, মারাঠি এবং কান্নাদা ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে।

এ বিষয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গুগল নিউজের নেতৃত্বদানকারী আইরিনি জেই লিউ জানান, গুগল বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্রের সংবাদকে প্রাধান্য দেয়। ভারতে মিথ্যা সংবাদের বিরুদ্ধে কাজ করার সুযোগ পেয়ে গুগল গর্ববোধ করছে।

আইরিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০০ প্রশিক্ষণার্থী দিয়ে আট হাজার সাংবাদিককে ছয়টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া। এর মধ্য দিয়ে বিশ্বে গুগলের সবচেয়ে বড় প্রশিক্ষণ প্লাটফর্ম তৈরি করতে চাই।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!