• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুগল ম্যাপে বুয়েটের টয়লেট লোকেশনে অভিযুক্তদের নাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৯, ০৩:৫৩ পিএম
গুগল ম্যাপে বুয়েটের টয়লেট লোকেশনে অভিযুক্তদের নাম

ঢাকা: বুয়েটের শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে শহীদ আবরার হল নামে। শুধু তাই নয়, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। যদিও গুগল লোকেশন ম্যাপে অন্যান্য স্থানগুলোর নাম অপরিবর্তিত রয়েছে।

গেলো ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে, হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা দেশে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ে অন্দোলনের ঝড় তুলে। 

গুগল ম্যাপে দেখা গেছে, শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে শহীদ আবরার হল দেখাচ্ছে গুগল ম্যাপে। 

এছাড়া, হলটিতে অবস্থিত কয়েকটি টয়লেটের নাম দেখাচ্ছে আবরার হত্যাকারীদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!