• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুজব প্রচার করলে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২০, ০৬:৪৩ পিএম
গুজব প্রচার করলে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা

ঢাকা: রাষ্ট্রবিরোধী কাজ, গুজব ও চরিত্র হনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এর দায় ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষ এড়াতে পারেনা। ভবিষ্যতে এমন ঘটলে এসব প্লাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিং তিনি একথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ৩৮ ধারা অনুযায়ী সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও গুজব প্রচার করলে দেশি চ্যানেল ও পত্রিকার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া যায়, তাহলে সার্ভিস প্রোভাইডার প্লাটফর্ম হিসেবে ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া যাবে।

এ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদা একটি আইন প্রণয়নের কাজ করছে বলেও জানান, তথ্যমন্ত্রী।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!