• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গেইনারের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লুজারে ফ্যামিলি টেক্স


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২০, ০৯:২৭ পিএম
গেইনারের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, লুজারে ফ্যামিলি টেক্স

ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ।

লেনদেনের প্রথম দিনেই শেয়ার দাম সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স। দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করলেও যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তাদের কেউ বিক্রি করতে রাজি ছিল না। ফলে কোম্পানিটির শেয়ারের বিক্রেতার খোঁজ পাওয়া যায়নি। 

সোমবার (২৪ আগস্ট) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিভুক্ত হয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে: “EIL” এবং কোম্পানি কোড হচ্ছে: ২৫৭৪৮।

টপ টেন গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ইউনিটটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৬৩ বারে ৭ লাখ ৪৬ হাজার ৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ক্যাবলস, কে অ্যান্ড কিউ ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এদিকে টপটেন লুজারের শীর্ষে ছিল ফ্যামিলি টেক্সবিডি লিমিটেড। সোমবার কোম্পানিটির দর ২০ পয়সা বা ৩০৯ শতাংশ কমেছে।
এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০৯ বারে ২১ লাখ ২০ হাজার ৮১৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬১ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর  ৭.৮১ শতাংশ কমেছে। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ডাইং, তুংহাই নিটিং, অ্যাপোলো ইস্পাত, এসপি সিরামিকস, জেনারেশন নেক্সট, এশিয়া ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস ও এবি ব্যাংক লিমিটেড।

এক্সপ্রেস ইন্সুরেন্স প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য কোম্পানিটির আইপিও লটারির ড্র গত ২৩ জুলাই অনুষ্ঠিত হয়।
গত ১৮ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!