• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেইল-রাসেলদের সঙ্গে নিজেদের পার্থক্য বোঝালেন মাহমুদউল্লাহ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৯, ০৯:৫৬ পিএম
গেইল-রাসেলদের সঙ্গে নিজেদের পার্থক্য বোঝালেন মাহমুদউল্লাহ

ঢাকা : টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো বাংলাদেশ দল পায়ের তলায় মাটি খুঁজে পায়নি। খুব বেশি হার্ডহিটার দলে নেই। ছক্কা আসে কালেভদ্রে। যেটা টি-টোয়েন্টিতে খুবই দরকার।

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে যাওয়া মাহমুদউল্লাহ মনে করেন, শারীরিক গঠনের কারণেও টি-টোয়েন্টিতে পিছিয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ‘আমরাই ঢাকায়’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাহমুদউল্লাহ জানান, শারীরিক গঠন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যর্থ হওয়ার একটি কারণ।

মাহমুদউল্লাহ বলেন, ‘একটা জিনিস আমাদের বুঝতে হবে কারণ আমরা খুব হেভিলি বিল্ড আপ না, আপনি যদি ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের কথা চিন্তা করেন তারা হেভিলি বিল্ড আপ। তাদের শক্তি, তাদের সামর্থ্য আমাদের সাথে বিবেচনায় নিলে অবশ্যই সামঞ্জস্য থাকবেনা। এ

কই সাথে আমাদের জিনিসগুলো চিন্তা করতে হবে আমাদের কোন জিনিসটা শক্তির জায়গা, কোন জিনিসটা নিয়ে আমরা কাজ করতে পারি, ভালো করতে পারি। আমি যেটা মনে করি আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম আমাদের স্কিল হিটিং যদি আরও ভালো করতে পারি এবং গেম প্ল্যান যদি ভাল হয় তাহলে এই ফরম্যাটেও আরও ভালো করবো। আমি মনে করি এই দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ণ।’

একদিন পরই মাঠে গড়াবে বিপিএল। মাহমুদউল্লাহ বলছেন এবারের বিপিএলে জমাট লড়াই-ই হবে,‘ প্রতিটি টুর্নামেন্টই কম্পিটিটিভ হয়। এবারও সেরকমই হবে আশাকরি কারণ সবগুলো দলই ভালো। আপনি হয়তো কাগজে কলমে বলতে পারেন নির্দিষ্ট কোন দল ভালো, দিনশেষে আপনি মাঠে কেমন ক্রিকেট খেলছেন এটা গুরুত্বপূর্ণ।’

নিজেদের দিনে সেরাটা উপহার দিতে পারলে যে কেউ জিততে পারে।

মাহমুদউল্লাহ বলেন,‘  ‘ব্যক্তিগতভাবে আমি ফিল করি টি-টোয়েন্টি ক্রিকেটে বড়-ছোট এ ধরনের কোন কথা নেই। নির্দিষ্ট দিনে যদি আপনি পারফরম্যান্স করতে পারেন যেকোন দলকে হারাতে পারেন।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!