• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গেইলের অন্যরকম এক রেকর্ড


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০১৮, ১২:৫২ পিএম
গেইলের অন্যরকম এক রেকর্ড

ঢাকা : বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বিজ্ঞাপন ক্রিস গেইল। কোনো টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ সেই টুর্নামেন্টের আকর্ষণ কয়েকগুন বাড়িয়ে দেয়। সেই তিনি এবার অন্যরকম এক রেকর্ডে নাম লেখালেন। টি-টোয়েন্টি সংস্করণে ১০টি আলাদা লিগে খেলা একমাত্র ক্রিকেটার এখন গেইল। সবশেষ তিনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অধীনে শুরু হওয়া নতুন লিগ এমজানসি সুপার লিগে (এমএসএল) খেলতে নামেন। সেখানে জোজি স্টার্সের জার্সিতে খেলছেন গেইল।

এর মধ্যে দিয়ে ৩৯ বছর বয়সী গেইল বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ১০টি আলাদা টি-টোয়েন্টি লিগে খেলার কীর্তি গড়লেন। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে গেইল ১৯ বলে করেন ২৩। বাউন্ডারি মেরেছেন চারটি, ছক্কা একটি। অবশ্য নিজের প্রথম ম্যাচে জিততে পারেনি জোজি স্টার্স। নেলসন মেন্ডেলা বে জায়ান্টস তাদের হারিয়েছে ৫ উইকেটে।

এখন পর্যন্ত বিভিন্ন লিগে গেইলের খেলা টি-টোয়েন্টি লিগগুলো হলো- বিপিএল (বরিশাল বুলস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স), এপিএল (বালখ লিজেন্ডস), এমজানসি সুপার লিগ (জোজি স্টারস), সিপিএল (জ্যামাইকা তালাওয়াশ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস), আইপিএল (কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাব), পিএসএল (লাহোর কালান্দার্স এবং করাচি কিংস), বিগ ব্যাশ (সিডনি থান্ডার্স এবং মেলবোর্ন রেনেগেডাস), রাম স্ল্যাম টি-টোয়েন্টি (হাইভেল্ট লায়ন্স), ভাইটালিটি ব্লাস্ট (সমারসেট) এবং গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা (ভ্যাঙ্কুভার নাইটস)।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!