• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গেইলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রশিদ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৯:৫৬ পিএম
গেইলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রশিদ

ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। আগামীকাল থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড বোলারদের সর্তক করেছিলেন গেইল। এমন হুমকির পরিপ্রেক্ষিতে গেইলের চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেছেন রশিদ। তিনি বলেন, ‘গেইলের বিপক্ষে বল করা সবসময়ই কঠিন। তবে গেইলের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। দলের বোলাররা ভালো করতে পারলে গেইলকে আটকানো কঠিন কিছু না।’

আগামী ওয়ানডে বিশ্বকাপের পরই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্বান্ত নিয়েছেন গেইল। তাই দলের হয়ে আগামী ওয়ানডেগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করার ঘোষনা দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছেন গেইল। তাই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড বোলারদের সর্তকও করেছেন গেইল।

কিন্তু গেইলের ওমন সর্তকবার্তাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন ইংল্যান্ডের স্পিনার রশিদ। তিনি বলেন, ‘এটি আমার জন্য দারুন উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ বিষয়। সঠিক জায়গায় আমার খেলার পরিকল্পনা কাজে লাগাতে চাই। বৈচিত্র্য ও বুদ্ধিমত্তার সাথে বোলিং করতে চাই। আমি ওয়ানডে সিরিজের জন্য অপেক্ষায় আছি। গেইলের চ্যালেঞ্জ নিতে আমরা সবাই প্রস্তুত।’

গেইল বড় মাপের খেলোয়াড়। কিন্তু গেইলও ভুল করে বলে জানান রশিদ। তিনি বলেন, ‘মাঠে নিজের সেরাটা দিতে হবে এবং তাকে আউট করার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে। তিনি শুধুমাত্র একজন মানুষ। আমরা সবাই মানুষ এবং আমরা ভুল করতেই পারি। তার ভুল করার জন্য প্রয়োজন মাত্র একটি বল। এ জন্য প্রয়োজন মানসিকতা।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!