• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০১৯, ০১:৪৮ পিএম
গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব

ঢাকা : আবাসিক খাতে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর টিসিবি মিলনায়তনে গণশুনানির দ্বিতীয় দিনে এ প্রস্তাব তুলে ধরে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।

প্রস্তাবনা অনুযায়ী, আবাসিকে দুই বার্নার চুলায় গ্যাসের দাম ৮০০ থেকে বাড়িয়ে এক হাজার ৪৪০ টাকা এবং এক বার্নারে সাড়ে ৭শ থেকে এক হাজার ৩৫০ টাকা করার কথা বলেছে তিতাস। শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানোর প্রস্তাব প্রতিষ্ঠানটির।

গণশুনানির প্রথম দিনে গ্যাসের সঞ্চালন চার্জ ৩৩ শতাংশ বাড়ানোর আবেদন করে জিটিসিএল। তবে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞরা। শুনানি চলবে ১৪ মার্চ পর্যন্ত।

গ্যাসের দাম বাড়ানোর কারণ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেন, ‘গ্যাসে বড় অংকের একটা ভর্তুকি দেয় সরকার। সেই ভর্তুকিটা আমরা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। এই যে বাড়াচ্ছি তার জন্য যে আমাদের লাভ হবে তাতো না।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!