• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের নতুন চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২০, ০৩:১৫ পিএম
গ্রামীণফোনের নতুন চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব

ঢাকা: সম্প্রতি গ্রামীণফোনের সিইও হিসেবে নিয়োগ পাওয়া ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হবেন সাজ্জাদ হাসিব। ইয়াসির আজমানের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে গ্রামীণফোনের সিএমওর দায়িত্ব পালন করবেন সাজ্জাদ হাসিব।

গ্রামীণফোনের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হয়েছেন সাজ্জাদ হাসিব। ১ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

গ্রামীণফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএমও হিসেবে সাজ্জাদ হাসিব গ্রামীণফোনের সমন্বিত বিপণন বিভাগ পরিচালনা করবেন। এর মধ্যে রয়েছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, মার্কেট কমিউনিকেশনস, ডিজিটাল মার্কেটিং, বিজনেস ইনটেলিজেন্স ও কাস্টমার সার্ভিস। 

উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবার উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের গুণগত সেবা প্রদানের পাশাপাশি গ্রামীণফোনের প্রবৃদ্ধি বাড়াতে তিনি একই সঙ্গে তাঁর চলতি দায়িত্ব দেশব্যাপী পাঁচটি সার্কেলের সেলস ও মার্কেটিং কার্যক্রমেরও দায়িত্ব পালন করবেন।

এক দশকের বেশি সময় ধরে সাজ্জাদ হাসিব গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গ্রামীণফোনে যোগ দেওয়ার আগে তিনি দেশে ও দেশের বাইরে ব্যাংকিং ও এফএমসিজি খাতে কাজ করার পাশাপাশি টেলিকম প্রতিষ্ঠানেও কাজ করেছেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেড ফোর্ডশায়ার থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

নতুন এ দায়িত্বের আগে সাজ্জাদ হাসিব সিনিয়র ডিরেক্টর এবং অপারেশনসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাদারি সাফল্যের মধ্যে রয়েছে ক্রমবর্ধমান মার্কেট শেয়ার, রাজস্ব বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!