• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ

গ্রুপসেরা হতে কিরগিজ পরীক্ষার সামনে স্বপ্না-কৃঞ্চারা


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৯, ০৮:১১ পিএম
গ্রুপসেরা হতে কিরগিজ পরীক্ষার সামনে স্বপ্না-কৃঞ্চারা

ফাইল ছবি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আয়োজিত ‘বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ’ স্বরনীয় করে রাখতে চায় মৌসুমি-কৃঞ্চারা। সেই লক্ষ্যে পৌঁছাতে সংযুক্ত আরব-আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। তবে গোলের ব্যবধানটা কাঙ্খিত হয়নি লাল সবুজ জার্সিধারীদের।

গত সোমবার বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব-আমিরাতকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অথচ আগের তিনবারের সাক্ষাতে অনেক বড় ব্যবধানে জিতেছে মেয়েরা। ২০১৪ সালে প্রথম দেখায় ৬-০ গোলে জিতেছিল বাংলাদেশ। ২০১৬ সালে লাল সবুজ জার্সিধারীরা জয় পেয়েছিল ৪-০ গোলে। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে বাংলাদেশ জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।

যদিও বুধবার কিরগিজস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের। সেই সুযোগে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকেট নিশ্চিত হয়েছে স্বাগতিক দলের। তাই বি গ্রুপের শেষ ম্যাচের আগে অনেকটাই নির্ভার কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

মৌসুমি-মারিয়াদের মতো কিরগিজস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে নির্ভার হয়ে তারা। উভয় দলের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। অবশ্য আগের বারের সাক্ষাতে কিরগিজদের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কিরগিজস্তান ১০-গ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

তবে প্রথম ম্যাচের ভুল ত্রটি শুধরে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে চায় বাংলাদেশের মেয়েরা। দলের তারকা ফুটবলার সিরাত জাহান স্বপ্না বলেন, ‘আমরা সেলফিশ গেম খেলেছি, এই অভিযোগ মোটেও ঠিক না। আমরা চেষ্টা করেছি, সুযোগ তৈরি করেছি; কিন্তু গোল হয়নি।’

স্বপ্না বলেন, ‘সামনের ম্যাচে যেন এভাবে গোল মিস না হয় তা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। সুযোগ পেলে কাজে লাগাতে চাইব। তবে এটা ঠিক আমিরাতের বিপক্ষে আমরা অনেক গোল মিস করেছি। কিরগিজস্তান ম্যাচে চেষ্টা করব যেন এভাবে গোল মিস না হয়। যে ম্যাচ চলে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই।’

প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে সুযোগগুলো কাজে লাগাতে চান স্বপ্না। তিনি বলেন, ‘আমি যেহেতু স্ট্রাইকার। অবশ্যই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। প্রথম ম্যাচে আমাদের কিছু দুর্বলতা ছিল। আমরা অনেক গোল মিস করেছি। পরের ম্যাচে এই ভুলগুলো আর হবে না। আশা করছি আমরা সুযোগ কাজে লাগাতে পারব।’

সোনালীনউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!