• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস


নিউজ ডেস্ক জুন ৪, ২০১৯, ০৯:৫৫ পিএম
ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকা : মঙ্গলবার বেলা ২টা থেকে একই দিন দিবাগত রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হযেছে,খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ- হুশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ- হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দম্কা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সূত্র : বাসস

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!