• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘর


মো: গোলাম মোস্তফা ( দুঃখু ) মে ২৪, ২০১৮, ০৩:৩৬ পিএম
ঘর

আমি ঘুমন্ত মানুষ,
হাজারো মানুষের মাঝে।
নিয়ম ঘরের ভিতর,
ভালো নেই আমি ।

চার পাশ আমার সাথে,
অবিরাম কথা বলে ।
মনের কষ্টের কথা,
বেঁচে না থাকার ইচ্ছের কথা ।

বলার আমার ইচ্ছে করে,
বলতে আমি পারি না।
জীবন আমাকে বেঁধেছে,
সমাজ সংসারের মাঝে ।

আমার একটি ঘর আছে,
যে ঘরে আমি কথা বলি।
মায়ের আদরের সাথে ,
বাবার না দেখা ছবির সাথে ।

ঘর আমার সমাজ সংসার,
বিশ্ব নিয়মের ভিতর ।
প্রথম বার বলি
ঘর তুমি কার?
শেষ বার বলি,
ঘর তুমি আমার ।

পাগল আমি বিশ্ব পৃথিবীর মাঝে!
আমি নৃত্য করি,
ঘরের ভিতর বাহিরে ।

ওরা বলে সমাজ নেতা,
মুখোশ পড়া দালাল।
এত নিয়ম কার জন্য,
বিশ্ব সমাজ বলতে পারো ?

ঘর আছে, ভাই ঘর ।
আমার মায়ের ঘর ,
বাবার মাটির ঘর ।
আমার অভিনয়ের ঘর !

হাতে হাতে তালি চলে,
মনের ঘরে আগুন জ্বলে ।
কষ্টের বাজারে দাম বেড়েছে !
সবাই তোমরা চলো এবার ,
নিজের ঘরে মাঝে ।

ঘরের ভিতর বাজার আছে,
নিজের জন্য মঞ্চ আছে।
সকাল হলে শুরু হয়,
নাটক চলবে জীবন ঘরে ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!