• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘরোয়াকে ৫০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০১৯, ০৮:১৩ পিএম
ঘরোয়াকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা: মান নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া দই তৈরি করে তা বিক্রি করার অভিযোগে গুলশানের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরও তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।

রোববার (২৬ মে) ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তার সঙ্গে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএমপি এক প্রেস বার্তায় জানায়, ফ্রিজে পচা ও বাসি মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলশানের পানসী হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই এলাকার হযরত শাহচন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার এবং তামাকজাতীয় বিজ্ঞাপন রাখার জন্য আড়ৎ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অননুমোদিতভাবে দই প্রস্তুত করার জন্য গুলশানের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ঢাকাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিএমপির ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!