• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারী হাতনাতে আটক


কুষ্টিয়া প্রতিনিধি নভেম্বর ৭, ২০১৯, ০৬:২০ পিএম
ঘুষ গ্রহণকালে সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারী হাতনাতে আটক

কুষ্টিয়া : কুষ্টিয়ায় ঘুষ নেয়ার সময় সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল দুদকের অভিযানে হাতেনাতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা দুদকের অভিযানে আটকদের তল্লাশি চালিয়ে ঘুষের ১ লাখ চার হাজার চার শ টাকা উদ্ধার করে দুদকের দল।

এ সময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদকের উপপরিচালক মো. যাকারিয়ার নেতৃত্বে এ অভিযান হয়।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে, সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। বিষয়টি দুদক সদর দপ্তরকে জানানোর পর অভিযানের অনুমতি নিয়ে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষসহ হাতেনাতে আটকে সক্ষম হই।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে তোলা হবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!