• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা প্রাথমিক শিক্ষা অফিসার


ঠাকুরগাঁও প্রতিনিধি অক্টোবর ৭, ২০১৯, ০১:২৬ পিএম
ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা প্রাথমিক শিক্ষা অফিসার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানও জুলফিকার আলী নামে এক অফিস সহকারীকে আটক করেছে দুদক। সোমবার (৭ অক্টোবর) সকালে দিনাজপুর দুদকের একটি টিম তাদের আটক করেন।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা দেয়ার সময় হাতেনাতে দুজনকেই আটক করা হয়। পরে আনিছুর রহমানের বাসভবনেও তল্লাশি করা হয়।

আরও পড়ুন: প্রাথমিক থেকে হাইস্কুলের প্রধান শিক্ষক হওয়া নাছিমা আক্তারের গল্প

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন। পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!