• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৩০টি বসতবাড়ি


নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২০, ০৪:৫৪ পিএম
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ৩০টি বসতবাড়ি

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে মঙ্গলবার রাত ৮ টার সময় হঠাৎ ঘূর্ণিঝড়ে ৩০টি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের চালা উড়ে গেছে, গাছপালা ভেঙ্গে গেছে। তবে কেউ হতাহত হয়নি। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, মঙ্গলবার রাতে আচমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে তালিকা প্রনয়ণ করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আরও সহায়তা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোনালীনিউজ/জে/এসআই

Wordbridge School
Link copied!