• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘চকবাজারের আগুনের দায় কাউকে না কাউকে নিতেই হবে’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ০৮:৫১ পিএম
‘চকবাজারের আগুনের দায় কাউকে না কাউকে নিতেই হবে’

ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটাকে দুর্ঘটনা বলা যাবে না, এর দায় কাউকে না কাউকে নিতেই হবে। এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা রিট আবেদনগুলো শুনানির জন্য উপস্থাপনের পর সোমবার (২৫ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে রিট শুনানির সময় নির্ধারণ করেন আদালত।  

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। রিটের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউনুছ আলী আকন্দ, নূর মোহাম্মদ আজমী, খন্দকার মো. সায়েদুল কাউছার ও ব্যারিস্টার মো. রিয়াজ উদ্দিন।

উল্লেখ্য, উল্লেখ্য, বুধবার রাত ১০টার পর পুরান ঢাকার চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোনালনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!