• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নাসির কুমিল্লায় সাব্বির


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৯, ০৯:১৮ পিএম
চট্টগ্রামে নাসির কুমিল্লায় সাব্বির

ঢাকা: রাজধানীর পাঁচ তারকা হোটেলে চলছে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এই আসরের প্লেয়ার ড্রাফটে নাম উঠবে মোট ৪৩৯ জন বিদেশি ও ১৮১ জন দেশি ক্রিকেটারের। পাকিস্তানের শোয়েব মালিককে সরিয়ে নেওয়া হয়েছে ড্রাফট থেকে, ডি গ্রেডে অন্তুর্ভূক্ত করা হয়েছে ইংল্যান্ডের রবিন দাসকে। সরিয়ে নেওয়া হয়েছে কাজী অনিককেও। যুক্ত হয়েছেন পেসার সালাউদ্দিন শাকিল (গ্রেড ই)।

লোকাল প্লেয়ার (২য় সেট)-

প্রথম ডাকে রংপুর রেঞ্জার্স দলে নিয়েছে স্পিনার আরাফাত সানিকে। কুমিল্লা ওয়ারিয়র্স নেয় হার্ডহিটার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। ঢাকা প্লাটুনের পছন্দ ইমার্জিং এশিয়া কাপে খেলতে থাকা হাসান মাহমুদ। সিলেট থান্ডার দলে টানে স্পিনার নাজমুল ইসলাম অপুকে। খুলনা টাইগার্সের পছন্দ টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। আবু জায়েদকে নেয় রাজশাহী রয়্যালস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নেয় নাসির হোসেনকে।

দ্বিতীয় ডাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পছন্দ করে পেসার রুবেল হোসেনকে। রাজশাহী রয়্যালস দলে নেয় ফরহাদ রেজাকে। খুলনা টাইগার্স দলে নেয় লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। ঢাকা প্লাটুন নেয় মেহেদী হাসানকে। সাব্বির রহমানকে দলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। জহুরুল ইসলামকে দলে নেয় রংপুর রেঞ্জার্স। সোহাগ গাজীকে নেয় সিলেট থান্ডার্স।

লোকাল প্লেয়ার (১ম সেট)-

প্রথম ডাকে খুলনা টাইগার্স দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিমকে, ঢাকা প্লাটুন দলে টেনেছে তামিম ইকবালকে। রাজশাহী রয়্যালস দলে টেনেছে লিটন কুমার দাসকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে নিয়েছে মাহমুদউল্লাহকে। রংপুর রেঞ্জার্স দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। প্রথম ডাকে কুমিল্লা ওয়ারিয়র্স নিয়েছে সৌম্য সরকারকে। মোসাদ্দেক হোসেকে নিয়েছে সিলেট থান্ডার।

দ্বিতীয় ডাকে সিলেট থান্ডার নিয়েছে মোহাম্মদ মিঠুনকে। কুমিল্লা ওয়ারিয়র্স নেয় আল আমিন হোসেনকে। মোহাম্মদ নাইম শেখকে নেয় রংপুর রেঞ্জার্স। ইমরুল কায়েসকে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেনকে নিয়েছে রাজশাহী রয়্যালস। ঢাকা প্লাটুন ভিড়িয়েছে এনামুল হক বিজয়কে। খুলনা টাইগার্স পছন্দ করে নেয় শফিউল ইসলামকে।

ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ মাহমুদউল্লাহ , ইমরুল কায়েস

খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম, শফিউল ইসলাম

সিলেট থান্ডারঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন

রাজশাহী রয়্যালসঃ লিটন দাস , আফিফ হোসেন 

কুমিল্লা ওয়ারিয়র্সঃ সৌম্য সরকার, আল আমিন হোসেন

রংপুর রেঞ্জার্সঃ মোস্তাফিজুর রহমান, নাইম শেখ

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!