• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত


চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ৩, ২০২০, ১১:৩৯ পিএম
চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

চট্টগ্রাম : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক ব্যক্তির শরীরের করোনার উপস্থিতি আক্রান্ত শনাক্ত হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের ফৌজদারহাটের সংক্রমক ব্যাধি বা বিআইটিআইডি হাসপাতালে নমুনা পরীক্ষার পর তা শনাক্ত করা হয়। বর্তমানে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর বয়স ৬৭ বছর জানিয়ে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি আরো বলেন, বিআইটিআইডি হাসপাতালে শুক্রবার ৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনের রিপোর্ট পজেটিভ আসে। বাকিদের কারও শরীরের এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!