• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চমক দেখিয়ে জাতীয় দলে নোয়াখালীর ইয়াসিন


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০১৯, ১২:৩২ পিএম
চমক দেখিয়ে জাতীয় দলে নোয়াখালীর ইয়াসিন

ঢাকা : নোয়াখালীতে জন্ম নেওয়া কোনো ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ উদীয়মান ফাস্ট বোলার ইয়াসিন আরাফাত মিশু। গতকাল সোমবার ত্রিদেশীয় সিরিজের জন্য বিসিবি ঘোষিত ১৫ জনের স্কোয়াডে রয়েছে।

মিশু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ায়র লিগে (ডিপিএল) খেলেছেন দুর্দান্ত। গত ডিপিএলে আবাহনীর মতো টিমের বিপক্ষে এক ম্যাচেই নিয়েছিলেন আট উইকেট, যা বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড।

ইয়াসিন আরাফাত মিশু ফাইল ছবি

ছোটবেলা থেকেই মিশুর স্বপ্ন বাংলাদেশের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা। প্রথমে পরিবারের সাপোর্ট না পেলেও পরে তার মা বলেছেন, ‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি।’ সে পথেই এগোচ্ছেন মিশু। এখন স্বপ্নের খুব কাছে মিশু। জাতীয় দলের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা সময়ের অপেক্ষা।

প্রথম শ্রেণিতে ৬৫ ম্যাচ খেলে মিশু নিয়েছেন ২৬৫ উইকেট। আর লিস্ট এ’তে ২৮ ম্যাচ খেলে মিশু নিয়েছেন ৩৫ উইকেট।

জাতীয় দলের স্কোয়াডে নিজের নাম দেখে উচ্ছ্বসিত মিশু ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’

ইয়াসিনের দলে জায়গা পাওয়াকে একরকম চমকই বলা যায়। সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা ইমার্জিয়ের বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স খুব ভালো নয়। তবে গত জুলাইয়ে একটি লিস্ট ‘এ’ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জয়ে অবদান রেখেছিলেন ৩ উইকেট নিয়ে।

এদিকে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, মূলত ইয়াসিনের সম্ভাবনার কথা বিবেচনা করেই দলে নিয়েছেন তারা। ২০ বছর বয়সী দীর্ঘদেহী এই পেসারকে বয়সভিত্তিক পর্যায়ের নানা ধাপ থেকেই বেশ সম্ভাবনাময় মনে করা হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ২০১৬ সালে সে ইনিংসে ৫ উইকেট নিয়েছে। গত বছর নিজের দ্বিতীয় লিস্ট ‘এ’ ম্যাচেই আবাহনীর বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়ে ৮ উইকেট নিয়েছিলেন ৪০  রানে।

গত মৌসুমে চোটের কারণে বেশ ভুগতে হয়েছে তাকে। তবে এবার পেলেন বড় সুযোগ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।

 

Wordbridge School
Link copied!