• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্র নির্মাতা খোকনের অবস্থার অবনতি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০১৬, ০৬:২১ পিএম
চলচ্চিত্র নির্মাতা খোকনের অবস্থার অবনতি

সোনালীনিউজ ডেস্ক

চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তিনি ঢাকার উত্তরা আধুনিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাকে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।
শহীদুল ইসলাম খোকনের বোন রুমা আজাদ সাংবাদিক দের  জানান, ‘খোকনকে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া হচ্ছে। হাসপাতাল পরিবর্তনের কথা থাকলেও তার অবস্থা এতটাই খারাপ যে সেটা পারছি না।
মোটর নিউরন ডিজিসে আক্রান্ত শহীদুল ইসলাম খোকনকে বৃহস্পতিবার হাসপাতালে নেয়া হয়। গুণী এ নির্মাতাকে দেখতে হাসপাতালে ছুটে যান চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা। চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানীসহ অনেকেই হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।শহীদুল ইসলাম খোকন ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’সহ অনেক ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেছেন ।

Wordbridge School
Link copied!