• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলছে প্রতীক বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৮, ১২:০৮ পিএম
চলছে প্রতীক বরাদ্দ

ঢাকা: শুরু হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম। সোমবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

এছাড়া একযোগে সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতীক পাওয়ার পরই অনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। আজ থেকে ১৯ দিন প্রচার-প্রচারণা চালাতে পারবেন তারা। এবারের নির্বাচনে বিভিন্ন দল ও জোটের হয়ে আড়াই হাজারের মতো প্রার্থী রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুই শতাধিক।

এরইমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১শ’ ৮৩টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৪শ’ ৭৭টি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!