• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলনবিলে নৌকাডুবি: নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার


পাবনা প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০১৮, ১০:৫৬ এএম
চলনবিলে নৌকাডুবি: নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

পাবনা: জেলার চাটমোহরের চলনবিলে গেল শুক্রবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চলনবিলের নিমাইচড়া খেয়াঘাট এলাকা থেকে বিল্লাল গণি’র মরদেহ এবং সকাল আটটার দিকে হান্ডিয়াল দরাপপুর ব্রিজ এলাকা থেকে স্বপন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বিকেলে ঈশ্বরদীর কলাম লেখক মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুল, ঈশ্বরদী আমবাগান এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস এর মেয়ে সাদিয়া খাতুন এর মরদেহ উদ্ধার করা হয়। তার আগে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উদ্ধার করা হয় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণি’র স্ত্রী মমতাজ পারভীন শিউলীর এর মরদেহ।

গেলো শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রথম অবস্থায় উদ্ধারকারী কিশোর সুমন হোসেন জানান, আমি ওই নৌকার পেছনে ছিলাম। দুর্ঘটনার সময় আমি প্রথমে তাদের উদ্ধার করি। ২২ জনের মধ্যে ১৭ জনকে উদ্ধার করি। বাকি পাঁচজন নিখোঁজ ছিল।

সুমন আরও জানান, মূলত নৌকায় বেড়ানোর সময় নৌকার ছাদের ওপর (ছই) উঠে মোবাইলে সেলফি উঠতে গিয়ে ছই ভেঙে বিলের পানিতে ডুবে যায় নৌকাটি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!