• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০১৯, ০৬:৫৬ পিএম
চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

ঢাকা: বাংলাদেশে আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৭ মে) থেকে রোজা শুরু।

সোমবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশে আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

সেই হিসাবে মঙ্গলবার (৭ মে) থেকে রমজান মাস গণনা শুরু হবে। সোমবার (৬ মে) রাত থেকে তারাবির নামাজ শুরু হচ্ছে। সোমবার সেহরি খেয়ে ধর্মপ্রাণ প্রাপ্তবয়স্ক মুসলমানরা রোজা রাখরেন।

ইসলাম ধর্মে রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য ফরজ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!