• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদাবাজি করতে গিয়ে এনএসআই আটক!


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জুলাই ৫, ২০২০, ০৬:৩৭ পিএম
চাঁদাবাজি করতে গিয়ে এনএসআই আটক!

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে এক ভূয়া এনএসআইকে আটক করেছেন গোয়েন্দা সংস্থা এনএসআই।

আটককৃত ভূয়া এনএসআই জেলার গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার মৃত জোবদুল হকের ছেলে জয়নুল আবেদিন (২৫)।

এ বিষয়ে এনএসআই এর উপ-পরিচালক মোরশেদ আলম জানিয়েছেন, এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটককৃত জয়নুল রবিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়র মো. কারিবুল হক রাজিনের কার্যালয়ে প্রবেশ করে। 

এ সময় পৌর মেয়রের শারিরীক অবস্থার খোঁজ খবর নেয়ার পাশাপাশি পৌরসভার বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে সে মোটা অংকের অর্থ দাবী করে। 

জয়নুলের বিষয়ে মেয়রের সন্দেহ হলে কৌশলে পৌর মেয়র কারিবুল হক রাজিন সংশ্লিষ্ট বিভাগকে খবর দেন। পরে শিবগঞ্জ এলাকায় কর্মরত এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন পৌর কার্যালয়ে উপস্থিত হয়ে এনএসআই এর ফিল্ড অফিসার পরিচয় দানকারী জয়নুলকে ভূয়া ও দোষী সাব্যস্ত করে তাকে আটক করেন। পরে আটককৃত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করা হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!