• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের গণসাক্ষর কর্মসূচি


চট্টগ্রাম ব্যুরো ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ১১:২৯ এএম
চাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের গণসাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ চাকসু নির্বাচনের দাবিতে গণসাক্ষর কর্মসূচি পালন করেছে। ২৮ বছর ধরে আটকে থাকা ছাত্রসংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন জরিপ করছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাদা কাপড়ে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১২ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টা থেকে ৩ ঘন্টাব্যাপী কর্মস‚চি পালন করে শাখা ছাত্রলীগের পাঁচটি উপ-গ্রুপ।

তারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ছাত্রলীগ নেতাকর্মীরা গণস্বাক্ষর কর্মস‚চি অব্যাহত থাকবে বলে জানান।

পরবর্তীতে তারা আরো কর্মস‚চি হাতে নেবে বলে জানায়। গণসাক্ষর কর্মস‚চীতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করে বলে জানা যায়। অবিলম্বে চাকসু নির্বাচনের দাবি করেন তারা।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, ‘চাকসু নির্বাচন সময়ের দাবী এবং আমাদের আইনি অধিকার। নির্বাচনী পরিবেশ তৈরির প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করতে শাখা ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। আমরা প্রশাসনের স্বদিচ্ছা কামনা করছি এবং অনতিবিলম্বে তারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি।’

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক অমীর সুহেল, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দীন ফয়সাল পারভেজ, শাখা ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, আজিজুর রহমান নিশান সহ অসংখ্য নেতৃবৃন্দ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!