• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চামড়া নিয়ে বিএনপিকে দুষলেন শিল্পমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৯, ০৯:০৮ পিএম
চামড়া নিয়ে বিএনপিকে দুষলেন শিল্পমন্ত্রী

ঢাকা : চামড়া শিল্প নিয়ে ঈদের পর থেকে চলছে নানা প্রকার সমস্যা। এবার সেই সমস্যা নতুন মাত্রা পেল। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেছেন বিএনপি চট্টগ্রামের ৩০ ট্রাক কুরবানির পশুর চামড়া কিনে ফেলে দিয়েছে।

রোববার (১৮ আগস্ট) চামড়া সংকট সমাধান বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ১০ হাজারের মতো কুরবানি পশুর চামড়া নষ্ট হয়ে থাকতে পারে। যা নগণ্য ব্যাপার। ট্যানারির মালিকেরা চামড়া কেনা শুরু করেছেন। চামড়ার দেনা-পাওনা বিষয়ে আগামী ২২ আগস্ট এফবিসিসিআইয়ের উদ্যোগে সভা করে ব্যবস্থা নেওয়া হবে।

চামড়া রপ্তানির বিষয়ে জানতে চাইলে নূরুল মজিদ বলেন, এটা অবস্থা বুঝে, ব্যবস্থা নেওয়া হবে। চামড়া শিল্পে আপাতত কোনো সমস্যা নেই।

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআই’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম ছাড়াও ট্যানারি অ্যাসোসিয়েশনের নেতা, চামড়া আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Wordbridge School
Link copied!