• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চার্জার লাইটের ভেতর ১৩০ সোনার বার


চট্টগ্রাম প্রতিনিধি অক্টোবর ১৮, ২০১৯, ১২:৩১ পিএম
চার্জার লাইটের ভেতর ১৩০ সোনার বার

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে লুকিয়ে আনা ১৩০ পিস সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই জামান। আটক ব্যাক্তির নাম জয়নাল আবেদীন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে আসে শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিট। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় জয়নালকে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে থাকা চার্জার লাইট খুলে ১৩০ টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার ওজন ১৫ কেজি। এগুলো ৬ টি চার্জার লাইটের ভেতরে করে আনা হয়েছিল।

শাহ আমানতের ব্যবস্থাপক জানান, আটক জয়নালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!