• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাল চোরদের ক্ষমা করা হবে না: কাদের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২০, ০৩:০৮ পিএম
চাল চোরদের ক্ষমা করা হবে না: কাদের

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য করা চলবে না।

তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই। চাল চোরদের প্রতি কঠোর হুঁশিয়ারি করে কাদের বলেন, তাদের ক্ষমা করা হবে না।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ২ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব হ্রাসের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না উল্লেখ করে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আমরা মহা সংকটের মধ্যে আছি। সূত্র : ইউএনবি

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!