• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিকিৎসকদের একাগ্রতা ধরে রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২০, ০১:৪৬ পিএম
চিকিৎসকদের একাগ্রতা ধরে রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা: করোনার লড়াইয়ে ত্যাগ স্বীকারের জন্য চিকিৎসকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া চিকিৎসকদের একাগ্রতা ধরে রাখার আহ্বান জানান তিনি।

সকালে রাজধানীতে করোনা রোগীদের জন্য একটি কল সেন্টার উদ্বোধন করেন মন্ত্রী। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, করোনা সতর্কতা নিয়ে এখনও উদাসীনতা দেখা যাচ্ছে, সাধারণ মানুষের। যা হতাশাজনক।

এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, করোনা সতর্কতায় জোনভিত্তিক আক্রান্ত এলাকা ভাগ করার কাজ চলছে। চিকিৎসা সমন্বয়ে কোন ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবকিছু সমন্বয় করছেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!