• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীন ও মিয়ানমার একই মায়ের দুই সন্তান


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৮, ২০২০, ০২:১০ পিএম
চীন ও মিয়ানমার একই মায়ের দুই সন্তান

ঢাকা : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সাথে সাক্ষাত করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিন পিং। এসময় তিনি মিয়ানমার ও চীনকে একই মায়ের দুই সন্তান হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দু-দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমার পৌঁছে চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। 

এ সময় দুই দেশের কুটনৈতিক সম্পর্কের ৭০ বছর উদযাপন করেন তারা। এর আগে, শুক্রবার দু-দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমার পৌছান সি। ১৯ বছরের মধ্যে কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম সফর এটি। এই সফরে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তির কথা রয়েছে।  

এদিকে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে, আন্তর্জাতিক বিচার আদালতে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়েরকৃত মামলায় অন্তবর্তীকালীন আদেশ ২৩ জানুয়ারী।

মিয়ানমারে চীনা সরকার প্রধানের সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!