• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন পরাশক্তি হতে পারবে না: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক মে ২১, ২০১৯, ১০:০৪ এএম
চীন পরাশক্তি হতে পারবে না: ট্রাম্প

ঢাকা: আমি যতদিন আছি ততদিন চীনের পক্ষে বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি এ সময় চীনের সঙ্গে তার দেশের বাণিজ্য যুদ্ধে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বিশ্ব পরাশক্তি হিসেবে আমেরিকার যে অবস্থান রয়েছে চীন সেটি গ্রহণ করতে চায়। কিন্তু নিঃসন্দেহে চীনের অবস্থা এখনো আমেরিকার মতো ভালো নয়।

তিনি দাবি করেন, আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি আটকে দিয়ে চীন আমেরিকাকে ছাড়িয়ে যেতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যদি হিলারি ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচত হতেন তাহলে তার শাসনামল শেষ হওয়ার আগেই চীনের অর্থনীতি আমেরিকার চেয়ে বড় হয়ে যেত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং আন্তর্জাতিক ব্যাংকিক ব্যবস্থা এইচএসবিসি সম্প্রতি ঘোষণা করেছে, ২০৩০ সাল নাগাদ চীন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।

চীনের অগ্রগতি ঠেকানোর জন্য ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীন থেকে আমদানি করার পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। অবশ্য চীনও আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!