• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনে অফিস খুলছে ফেসবুক


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক জুলাই ২৬, ২০১৮, ০২:১১ পিএম
চীনে অফিস খুলছে ফেসবুক

ঢাকা: চীনে প্রথমবারের মতো নিজস্ব অফিস খুলতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক। দেশটিতে বিভিন্ন জটিলতার কারণে রেজিস্ট্রেশন আটকে থাকলেও সম্প্রতি লাইসেন্স পেয়েছে ফেসবুক।

২০০৯ সাল থেকে চীনে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে চীনা সরকার। দেশটিতে ইউটিউব, টুইটারসহ বেশকিছু জনপ্রিয় যোগাযোগ মাধ্যমও বন্ধ রয়েছে। চীনা নাগরিকরা শুধুমাত্র সরকার নিয়ন্ত্রিত কিছু অ্যাপস ব্যবহার করতে পারেন।

জানা গেছে, চীনে ফেসবুকের নিজস্ব অফিস খোলার লক্ষ্যে মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ দেশটির বিভিন্ন কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। একইসঙ্গে চীনা ও ম্যানডারিন ভাষা শেখা শুরু করে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় মিডিয়ার বাজার চীনে। ফেসবুকের এই উদ্যোগ চীনের অর্থনীতি ও অনলাইন বাজারে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর-বিবিসির।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!