• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে কয়লা খনিতে ধস, ২১ শ্রমিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৯, ১২:৫৬ পিএম
চীনে কয়লা খনিতে ধস, ২১ শ্রমিক নিহত

ঢাকা: চীনে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ জন শ্রমিক নিহত হয়েছেন। চীনের উত্তর-পশ্চিম শানশি প্রদেশে বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনা ঘটেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে শেনমু শহরে বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সময় সেখানে ৮৭ জন খনিকর্মী ছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন।

নিখোঁজ দুই খনিকর্মীর খোঁজে তল্লাশি অভিযান চলাকালে প্রথমে আটকাপড়াদের মধ্যে ১৯ জনের মৃত্যু কথা নিশ্চিত করা হয়। পরে নিখোঁজ দুই জনকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!