• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের গন্ডি পেরিয়ে করোনাভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু ফ্রান্সে


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০২০, ১০:৩৭ এএম
চীনের গন্ডি পেরিয়ে করোনাভাইরাসে ইউরোপে প্রথম মৃত্যু ফ্রান্সে

ঢাকা : চীনের গন্ডি পেরিয়ে এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে গত শনিবার একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। ৮০ বছর বয়সী চীনা নাগরিক গত ১৬ জানুয়ারি ফ্রান্সে যান এবং ২৫ জানুয়ারি তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

চীনের মূল ভূখণ্ডের বাইরে এ নিয়ে মারা গেল মোট চারজন। এদের মধ্যে- হংকং, ফিলিপাইন, জাপান ও সর্বশেষ ফ্রান্সেও শনিবার মারা গেলেন একজন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত অন্তত ৩০ দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস।

চীনের সরকারি হিসাবে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ৬৬৫ ছাড়িয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬৬ হাজারের বেশি মানুষ।

শুধু হুবেইপ্রদেশেই গতকাল শনিবার এক হাজার ৮৪৩ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!