• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনের হুবেই থেকে দেশে ফেরার আকুল আবেদন ১৭২ শিক্ষার্থীর


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০২০, ০১:১০ পিএম
চীনের হুবেই থেকে দেশে ফেরার আকুল আবেদন ১৭২ শিক্ষার্থীর

ঢাকা : করোনা ভাইরাসের কারণে চীনের উহান থেকে ৩ শতাধিক শিক্ষার্থীসহ অনেককে ফিরিয়ে আনা হলেও হুবেই প্রদেশে আটকা পড়া বাংলাদেশিরা দেশে ফেরার আকুতি জানিয়েছেন। নিরাপদ পানিসহ, খাবার সংকটে চরম মানবেতর দিন কাটাচ্ছেন তারা। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজারের মতো মানুষ।

গত শনিবার করোনা ভাইরাস আক্রান্ত চীনের উহান থেকে দেশে ফেরেন আটকে পড়া ৩ শতাধিক বাংলাদেশি।

তবে উহানের পার্শ্ববর্তী শহর ইচাংয়ের চায়না থ্রি গর্জেজ ইউনিভার্সিটি থেকে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়া হলেও এখনো দেড় শতাধিক বাংলাদেশি আটকে আছেন। বিশ্ববিদ্যালয়সহ আশপাশের দোকানপাট বন্ধ থাকায় পানি ও খাবারের মারাত্মক সংকটে পড়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, প্রতিটি মুহূর্ত মৃত্যু আতঙ্কে দিন কাটছে আমাদের। কিছুক্ষণ আগের আফ্রিকান এক শিক্ষার্থীকে আমাদের এখান থেকে নেয়া হয়েছে এ ভাইরাসে আক্রান্ত জানিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব কিছু বন্ধ করে দেয়া হয়েছে।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা এখনো কেউ আক্রান্ত হইনি। আমাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি। প্রায় ১০ দিন ১৭২ জন বাঙালি বন্দী অবস্থায় দিন পার করছি। বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য।   

বিশ্ববিদ্যালয়ে কয়েকজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার বাংলদেশিরা শিক্ষার্থীরা। শহরের রেলস্টেশনের পাশাপাশি বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না তারা।

আটকে পড়া বাংলাদেশিদের জন্য উদ্বিগ্ন তাদের পরিবার সদস্যরা। শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুতি তাদেরও।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!