• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চুলের কাট ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ


সিলেট প্রতিনিধি নভেম্বর ১১, ২০১৯, ০৬:৩২ পিএম
চুলের কাট ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ

সিলেট: কমবয়সী ছেলেদের চুলের কাট ‘খারাপ দেখলে’ আটক করবে পুলিশ। এমনকি অভিভাবককে করা হবে তলব। এরপর মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালাতে অভিভাকদের সতর্কতাও করে দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

রোববার (১০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি।

তিনি বলেন, শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। আপনার টাকা হলো ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন তা ঠিক না।

মিজানুর রহমান আরও বলেন, কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। আমার একশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না। ফার্মেসি, বিপনীবিতান, মুদি দোকান খোলা থাকবে।  কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী। কেবল সন্দেহভাজনদের চেক করা হবে।

তবে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!