• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুলের স্টাইলের বিরুদ্ধে ওসির জিহাদ ঘোষণা


টাঙ্গাইল প্রতিনিধি মার্চ ২২, ২০১৯, ০১:০৯ এএম
চুলের স্টাইলের বিরুদ্ধে ওসির জিহাদ ঘোষণা

টাঙ্গাইল : বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভুয়াপুরে আদেশ জারি করা হয়েছে, কোন স্কুলছাত্র মাথার চুলে বাহারি কোন ছাঁট দিতে পারবে না। চুল কাটার কোন সেলুন যদি এসব ছাত্রদের চুলে স্টাইল করে দেয়, তাহলে ৪০,০০০ টাকা জরিমানা করা হবে।

ভুয়াপুর থানার ওসি এবং স্থানীয় শীল সমিতি এ নিয়ে সম্প্রতি এক নোটিশ জারি করেছে।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, ভুয়াপুরের কিছু অভিভাবক এবং শিক্ষক স্থানীয় থানার ওসির কাছে গিয়ে অভিযোগ করেন যে স্কুলের শিক্ষার্থীরা বখাটে ছেলেদের অনুকরণ করে চুলের নানা ধরনের স্টাইল করছে, এবং এতে তাদের চরিত্রহানীর সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে ওসি মোঃ. রাশিদুল ইসলাম গত সপ্তাহে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় ক্ষৌরকার সম্প্রদায়কে নিয়ে বৈঠক করেন।

এরপর যে নোটিশ জারি করা হয় তাতে বলা হয়, "হেয়ার স্টাইল, দাঁড়ি ও গোঁফ মডেলিং সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে ... এবং এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

ভুয়াপুর শীল সমিতির সভাপতি শেখর চন্দ্র শীল বিবিসিকে জানান, ভুয়াপুরের ওসি সভা করে তাদের বলেছেন সাধারণ চুল ছাঁটা ছাড়া চুলে কোন ধরনের স্টাইল করা যাবে না।

সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় যে আদেশ অমান্যকারীদের দণ্ড দেয়া হবে।

স্থানীয় কিছু অভিভাবক ও শিক্ষক এবং থানার কর্মকর্তার সাথে আলোচনার পর ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

"আমাদের সমিতির উপদেষ্টা এবং ওসি সাহেব আমাদের যা বলেছেন, সেই মতই আমরা এই নোটিশ জারি করেছি," বলছিলেন তিনি।

শীল জানান, এই আদেশের ফলে তাদের সমিতির ১০৫ জন সদস্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

ভুয়াপুর থানার ওসি মোঃ. রাশিদুল ইসলামের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সরকার কবে চুলের স্টাইলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? তিনি তার কোন জবাব দিতে পারেন নি।

চুলে স্টাইল করা হলে সেটা ফৌজদারী আইনের কোন ধারা ভঙ্গ করে, কিংবা এর ফলে কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় কিনা, মি. ইসলাম তারও কোন সদুত্তর দিতে পারেন নি।

তিনি শুধু এটুকুই জানান, স্থানীয় অভিভাবকদের কাছ থেকে অনুরোধ আসার পরই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।

স্থানীয় সাংবাদিক আব্দুল্লাহ আল নুমান জানান, শুধু ভুয়াপুর নয়। পার্শ্ববর্তী থানা সখিপুরেও গত মাস থেকে একই ধরনের নিষেধাজ্ঞা বলবত রয়েছে।

সেখানেও সেটা জারি করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা যাচ্ছে, পুলিশ কর্মকর্তাদের এধরনের আদেশ জারি কতটা আইনানুগ তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি রয়েছে।

আর অভিভাবক এবং স্কুল শিক্ষকরা নিজেরা দায়িত্ব না নিয়ে শিক্ষার্থীর চুলের স্টাইল ঠিক করার জন্য কেন থানার শরণাপন্ন হবেন, সেই প্রশ্নেরও কোন উত্তর মেলেনি। সূত্র : বিবিসি বাংলা

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!