• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় কিশোরকে গুলি করে বিএসএফের হত্যা


চুয়াডাঙ্গা প্রতিনিধি মে ১৪, ২০১৬, ০১:৪৮ পিএম
চুয়াডাঙ্গায় কিশোরকে গুলি করে বিএসএফের হত্যা

চুয়াডাঙ্গার জীবনননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে শনিবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। সীমান্ত সংলগ্ন জমিতে আম পাড়তে গেলে সিহাব (১৮) নামের ওই কিশোরকে ভারতের নোনাগজ্ঞ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে হত্যা করে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসেনার ছেলে সিহাবসহ ৩-৪ জন কিশাের বাগানে যায় আম পাড়তে। এ সময় ভারতের নােনাগজ্ঞ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এ সময় বিএসএফ সদস্যরা ওই চার কিশােরকে আটক করে রাইফেলের বাট দিয়ে পেটাতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে সিহাব পালাতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে।

গুরুতর আহত অবস্থায় সিহাবকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!