• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সাকে আটকে দিল লিঁও


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০১:২৫ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সাকে আটকে দিল লিঁও

ঢাকা : চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি দল অলিম্পিক লিঁওর কাছে আটকে গিয়েছে বার্সেলোনা। ৯০ মিনিট দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পায়নি লিওনেল মেসির দল। ফলে মঙ্গলবার রাতে গোলশূন্য ড্র করার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।

এই নিয়ে ইউরোপসেরা ক্লাব ফুটবলারের লড়াইয়ের নকআউট পর্বের শেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচে জয় অধরা হয়ে থাকল বার্সেলোনার। চারটিতে হারের বিপরীতে ড্র দুটি ম্যাচে।

দুঃসময়ে থাকা দলটি নিজেদের সবশেষ পাঁচটি ম্যাচের চারটিতেই ড্র নিয়ে মাঠ ছাড়ল। মঙ্গলবার লিঁওর মাঠে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন লিওনেল মেসিরা। তবে বারবারই হতাশ হতে হয়েছে কাতালানদের। ফিনিশিং দুর্বলতায় আক্ষেপে পুঁড়েছেন দলটির সমর্থকরা। অবশ্য লিঁও যে আক্রমন করেনি তা নয়, খেলার ৯ মিনিটে এগিয়ে যেতে পারতো দলটি। তেয়ায়ির শট ঝাঁপিয়ে কোনোরকমে আটকে দেন বার্সার গোলকিপার টের স্টেগেন।

এরপর উসমান দেম্বলে, লুইস সুয়ারেজ আর সার্জিও বুসকেটসরা গোল মিসের মহড়া দিয়ে গেছেন। বারবারই আক্রমনে গেলেও লিঁওর জালে বল পাঠানো হয়নি।

খেলার ৮৫ মিনিটে মেসির পাসে বল পেয়ে শেষ সুযোগটা হাতছাড়া করেন বুসকেটস। শেষ অবধি পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে বার্সা। ১৩ মার্চে ফিরতি লেগে ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে লিঁওর সঙ্গে লড়বে বার্সা।

এদিকে, মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে লিভারপুলকে আটকে দিয়েছে বায়ার্ন মিউনিখ। অ্যানফিল্ডে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে জয় পায়নি অলরেডরা। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!